এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোই লাগে। কারণ পুরোনো দিনের অনেক কথাই এসব অনুষ্ঠানে উঠে আসে।
২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় নায়ক ফারুক-এর চলচ্চিত্র জীবনের গল্প নিয়ে মাজহারুল ইসলামের নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ‘চলচ্চিত্রের গল্প’ অনুষ্ঠানটির। এটিএন বাংলায় ৩ জানুয়ারি দুপুর ১টা ২৫ মিনিটে ‘চলচ্চিত্রের গল্প’-এর বছর শুরুর পর্বে গল্পে গল্পে উঠে আসবে কাফি খানের নাটক ও চলচ্চিত্র জীবনের গল্পসহ প্রেজেন্টার হিসেবে ভয়েস অব আমেরিকায় কাজ করার অভিজ্ঞতাসহ আরো নানা বিষয়।
কাফি খানের জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার কাজীপাড়া গ্রামে ১৯২৮ সালের ১ মে। স্কুল কলেজে পড়াশোনাকালীন সময়েই তিনি আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত ছিলেন। দেশবিভাগের পরপরই তিনি ঢাকায় চলে আসেন। সরকারি চাকরির পাশাপাশি শুরু করেন নাট্যচর্চা। সময়ের ধারাবাহিকতায় বেতার ও টিভিনাটকে নিয়মিত অভিনয় করতে থাকেন। সেই সময়কার বেতারের প্রযোজক মহিউদ্দিন পরিচালিত ‘মাটির পাহাড়’ ছবিতে সুলতানা জামান ও ড. রওশন আরার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেন কাফি খান। এরপর তিনি ‘তোমার আমার’, ‘অনেক দিনের চেনা’, ‘রাজা সন্ন্যাসী’, ‘দুই দিগন্ত’ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। ১৯৬৬ সালে তিনি ওয়াশিংটনে চলে যান এবং ভয়েস অব আমেরিকাতে সংবাদ পাঠক হিসেবে যোগ দেন। ১৯৭৩ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংবাদ পাঠ শুরু করেন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ জাতীয় টেলিভিশন পুরস্কার অর্জন করেন। ১৯৮২ সালে তিনি আবারো ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সাল পর্যন্ত তিনি সেখানেই পেশাগত কাজে জড়িত ছিলেন। বর্তমানে বাংলা চলচ্চিত্রের এই প্রবীণ নায়ক অবসর জীবন কাটাচ্ছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫, ডিসেম্বর ০২, ২০১১