ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মুক্তি ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

মুক্তিযুদ্ধ জাদুঘর পঞ্চমবারের মতো আয়োজন করছে মুক্তি ও মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবের। এবারের উৎসবের প্রধান বিষয় নির্ধারিত হয়েছে ‘যুদ্ধ ও নারী’।

৫ থেকে ৮ জানুয়ারি শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শন করা হবে।

এবারের উৎসবেই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শেষ্ঠ প্রমাণ্যচিত্র নির্মাতাকে পুরস্কৃত করা হবে। এছাড়া তরুণ নির্মাতার জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

৫ জানুয়ারি বুধবার বিকেল চারটায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের আলোকচিত্রগ্রাহক কুষ্টিয়ার প্রবীণ আলোকচিত্রী এম এ রায়হান।

বাংলাদেশ সময় ১৮২০, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।