তিশা ঠিক করেছেন পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নেবেন। সম্পাদক তাকে প্রথম অ্যাসাইনমেন্ট দেন মা দিবসের বিশেষ সংখ্যায় একজন রত্নগর্ভা মায়ের সাক্ষাৎকার আনার জন্য।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, পেশাগত কারণে সাংবাদিকদের কাছে প্রায়ই সাক্ষাৎকার দিতে হয়ে। কাজটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয়। এবার আমি নিজেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করলাম। চরিত্রটি খুব উপভোগ করেছি আমি।
ইকারুস পারকারের রচনা এবং পার্থ সরকারের পরিচালনায় নির্মিত ‘ভুল থেকে শুরু’ নাটকে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, হোমায়রা হিমু, সুমন পাটোয়ারী, মোস্তফা প্রকাশ, কল্যাণ, ইমা, নাতাশা প্রমুখ। নাটকটি এখন এডিটিং টেবিলে। শিগগিরই প্রচারিত হবে এনটিভিতে।
বাংলাদেশ সময় ২১০৫, জানুয়ারি ০৫, ২০১১