ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জানুয়ারি ২০১১। এই নাট্যব্যক্তিত্বের প্রয়াণ স্মরণদিবস উপলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী  যৌথভাবে আয়োজন করেছে তিন দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান।

এ আয়োজনে অংশগ্রহণকারী সহযোগী সংগঠন হিসেবে রয়েছে স্বপ্নদল ও দ্যাশবাংলা থিয়েটার।

নাট্যাচার্য্য সেলিম আল দীন স্মরণে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হবে আগামী ১৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে এক স্মরণ শোভাযাত্রার মধ্য দিয়ে। ১৬ জানুয়ারি সন্ধ্যায়  শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় ‘পুত্র’ নাটকটি পরিবেশনার মাধ্যমে স্মরণ অনুষ্ঠান শেষ হবে। নাট্যাচার্য সেলিম আল দীনের একাধিক নাটক মঞ্চায়ন ছাড়াও অনুষ্ঠানমালায় থাকছে সেমিনার, সেলিম আল দীনের লেখা ও সুর করা সঙ্গীত পরিবেশনা, অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন প্রভৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় শিল্পকলা একাডেমীতে একযোগে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান।

বিস্তারিত অনুষ্ঠানসূচি :

১৪ জানুয়ারি ২০১১ শুক্রবার

সকাল ১০.০০

স্মরণ শোভাযাত্রা

পুরাতন কলাভবন থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সকাল ১০.৩০

সমাধিতে পুষ্পার্ঘ নিবেদন

সেলিম আল দীন সমাধি প্রাঙ্গণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিকেল  ৫.০০

উদ্বোধনী অনুষ্ঠান      

মূল মিলনায়তন সংলগ্ন প্রাঙ্গণ, জাতীয় নাট্যশালা

উদ্বোধক

ড. মুস্তাফা নূর-উল ইসলাম

সঙ্গীত কোরিওগ্রাফি

পূণ্য শ্লোকে সেলিম আল দীন

(স্বপনদল) পরিবেশনা) 

মোড়ক উন্মোচন

আকাশ সমুদ্র অপার

(ফাহমিদা নবীর কণ্ঠে সেলিম আল দীনের গানের অডিও অ্যালবাম)

উন্মোচন করবেন বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম

সন্ধ্যা  ৭.০০

নাটক : প্রাচ্য

পরিবেশনা : নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

পরীক্ষণ থিয়েটার হল

সন্ধ্যা  ৭.০০

নাটক : ধাবমান

পরিবেশনা : ঢাকা থিয়েটার

মূল মিলনায়তন

১৫ জানুয়ারি ২০১১ শনিবার

বিকেল  ৩.০০

সেমিনার       

বিষয় : সেলিম আল দীনের নাটকে সংলাপ ও সঙ্গীতের দ্বৈতাদ্বৈতবাদিতা

মূল প্রবন্ধ : মোঃ জাহিদুল ইসলাম

সেমিনার হল

বিকেল  ৫.৩০

নাটক : ফেস্টুনে লেখা স্মৃতি

পরিবেশনা : স্বপনদল

পরীক্ষণ থিয়েটার হলের লবী (সবার জন্য উন্মুক্ত)

সন্ধ্যা  ৭.০০

নাটক : হরগজ

পরিবেশনা : স্বপনদল

পরীক্ষণ থিয়েটার হল

সন্ধ্যা  ৭.০০

নাটক : জুলান

পরিবেশনা : দ্যাশ বাংলা থিয়েটার

স্টুডিও থিয়েটার হল

১৬ জানুয়ারি ২০১১ রোববার

সন্ধ্যা ৬.৩০

আবৃত্তি : সেলিম আল দীনের দিনলিপি থেকে পাঠ

পরিবেশনা : কথা আবৃত্তি চর্চা কেন্দ্র

সন্ধ্যা  ৭.০০

নাটক : কেরামতমঙ্গল

পরিবেশনা : নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

পরীক্ষণ থিয়েটার হল

সন্ধ্যা  ৭.০০

নাটক : পুত্র

পরিবেশনা : বাংলাদেশ শিল্পকলা একাডেমী

স্টুডিও থিয়েটার হল


বাংলাদেশ সময় ২২০০, জানুয়ারি ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।