ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফাহিম মিউজিকের নতুন অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

নতুন বছরে ফাহিম মিউজিক বাজারে ছেড়েছে বেশ কিছু নতুন অডিও ও ভিডিও অ্যালবাম। অডিও অ্যালবামগুলো মধ্যে রয়েছে তরুণ শিল্পী আহমেদ খসরুর ‘ডায়েরি’, জয়ের গাওয়া ইবরার টিপু ফিচারিং ‘প্রেম খেলা’ এবং শাহরিদ বেলাল ও সাবিত আইয়ুবের যৌথ অ্যালবাম ‘বন্ধ স্বপ্ন’।

এছাড়াও ফাহিম মিউজিক বাজরে ছেড়েছে ‘সোনার ডিম’ নাটকের ভিসিডি ও ডিভিডি অ্যালবাম।

তরুণ শিল্পী আহম্মেদ খসরুর একক অ্যালবাম ‘ডায়েরি’র সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ওবাইদুর রহমান। এ অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ক্রিং ক্রিং বুঝি, কত রঙ্গ জানো মানুষ, আকাশের তারা নও, বর্ণহীন এক সুরে, ফুল বাগানের মধু খাইয়া, আমার আছে এক সাদাকালো প্রভৃতি।

শাহরিদ বেলাল ও সাবিত আইয়ুবের যৌথ অ্যালবাটি সাজানো হয়েছে  এ যুগের মেলোডি সুর সংযোজনের মধ্য দিয়ে। অ্যালবামে রয়েছে মা, বন্ধ আখি, স্বপ্নের মাঝে, আকাশ কাঁদে, মনের মাঝে, কলেজে পড়া প্রভৃতি গান।

সাড়া জাগানো সুরকার ইবরার টিপুর ফিচারিং অ্যালবাম ‘প্রেম খেলা’। হৃদয়ছোঁয়া কথা ও সুরে সাজানো ‘প্রেম খেলা’ অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন জয়। গানগুলোর মধ্যে রয়েছে দিল দরিয়ায়, দমে দমে, আমার সুখের নদী, কলের গাড়ি, পিরিতি ভাঙ্গিয়া গেলে, সোনা বন্ধে, মেঘবালিকা, মন মাঝি প্রভৃতি।


এছাড়াও সম্প্রতি ফাহিম মিউজিক বাজারে ছেড়েছে ‘গরীবের বন্ধু’ নাটকের ভিসিডি ও ডিভিডি। বৃন্দাবন দাসের রচনায় নাটকটির পরিচালনায় রয়েছেন সালাউদ্দিন লাভলু। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শামিম জামান, বৃন্দাবন দাস, মনির হোসেন, ফেরদৌসী মজুমদার, শাহনাজ খুশি প্রমুখ।


বাংলাদেশ স্থানীয় সময় ১২৪০, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।