সৎ মায়ের সংসারে লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করে বড় হয়ে উঠেছে পারুল। তবু চোখ জুড়ে তার স্বপ্ন, দেখে লেখাপড়া শিখে একদিন সে স্বাবলম্বী হবে।
এদিকে পারুলের বৃদ্ধ বাবা তার বিয়ে ঠিক করে চেয়ারম্যানের সেই বখাটে ছেলের সঙ্গেই। কিন্তু এ বিয়েতে অস্বীকৃতি জানায় পারুল। সে এলাকার মুদি দোকানি মন্টুকে ভালোবাসে । এক সময় মন্টুর হাত ধরে পারুল চলে আসে ঢাকায়। যোগ দেয় গার্মেন্টসের চাকরিতে। এখানেও শুরু হয় নতুন সমস্যা। এমনি নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে ‘খাঁচার পাখি’ নাটকের কাহিনী। নাটকের নির্যাতিত পারুল চরিত্রে অভিনয় করছেন ফারহানা মিলি।
আর বাউলের রচনা ও পরিচালনায় এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মাসুম আজিজ, শিরিন বকুল, ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল আলম টুটুল, ম.ম. মোরশেদ, আনোয়ারুল ইসলামসহ অনেকে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, নাটকের গল্প আমার খুব ভালো লেগেছে। এই সময়ের একটি বড় সমস্যা ইভটিজিংকে নাটকে তুলে ধরা হয়েছে। এতে আছে সুন্দর বক্তব্য। আশা করি দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩১০, জানুয়ারি ১১, ২০১১