ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রাবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিা সফর উপলে ১২ জানুয়ারি বুধবার থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী উৎসব শুরু হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন শিরাজী ভবনের ফোকলোর গ্যালারিতে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মশিহুর রহমান। এ সময় বিভাগের অন্যান্য শিক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রথম দিন বেলা ২টায় দাবাং ও বিকেল ৪টায় ‘প্রিডেটর’চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। আগামীকাল বৃহস্পতিবার যথাক্রমে প্রদর্শন করা হবে ‘গোলমাল-৩’ এবং ‘অন্তহীন’।

শেষ দিন শুক্রবার প্রদর্শিত হবে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘সল্ট’।

এছাড়া প্রতি রোববার বিকেল ৩ টা থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে বিভাগের পক্ষ থেকে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শন করা হয় ।

বাংলাদেশ সময় ২০২৫, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।