সুন্দরবনের পক্ষে ভোট চাইতে ঢাকা আসছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ১৯ জানুয়ারি রাজধানীর তেজগাঁও নভো কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এক এক সুধী সম্মেলনে যোগ দেবেন তিনি।
প্রসঙ্গত, ‘ভোট ফর সুন্দরবন` স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রচারে নামছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড। এরই অংশ হিসেবে ১৯ জানুয়ারি সুধী সম্মেলন আয়োজন করছে তারা। এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি।
এছাড়া শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্ট চারুশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুল হকের রেট্রোস্পেক্টিভ (১৯৭৫-২০১০) চিত্রপ্রদর্শনী এবং নেপালের রাজার ব্যক্তিগত আলোকচিত্র শিল্পীদের বিভিন্ন সময়ে তোলা শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ক্রিয়েটিভ ডেস্টিনেশনে (ডিজাইন সেন্টার, বাড়ি নং-২০, রোড নং-১, সেক্টর-৩ জসিমউদ্দিন এভিনিউ, উত্তরা) অনুষ্ঠেয় প্রদর্শনী চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
১৯ জানুয়রি সকাল সাড়ে ১১টায় প্রদর্শনী উদ্বোধন করবেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী ও ইউ এনএফপির বিশেষ দূত মনীষা কৈরালা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
বাংলাদেশ সময় ১৬৪০, জানুয়ারি ১৫, ২০১১