ইউএস চার্টের ৫২ বছরের ইতিহাসে ব্রিটনি স্পিয়ার্স হলেন দ্বিতীয় সঙ্গীতশিল্পী, যার একাধিক অ্যালবাম সপ্তাহের শুরুতে শীর্ষস্থান অর্জন করতে পেরেছে।
ব্রিটনি তার চতুর্থ অ্যালবাম ‘হোল্ড ইট অ্যাগেনস্ট মি’র মাধ্যমে এই ইতিহাস তৈরি করলেন।
এর আগে মারায়া ক্যারি তার ‘ফ্যান্টাসি অ্যান্ড ওয়ান সুইট ডে’ (১৯৯৫) এবং ‘হানি’ (১৯৯৭) অ্যালবাম দুটি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
এদিকে, ব্রিটনি তার ব্যবহৃত একটি গাউন বিক্রির জন্য বাজারে তুলবেন বলে ঘোষণা দিয়েছেন। কন্টাক্টমিউজিকডটকমের বরাত দিয়ে বলা হয়েছে যে, এই গাউন বিক্রির টাকা খরচ করা হবে তার এক বন্ধুর অসুস্থ ছেলের চিকিৎসার জন্য।
বাংলাদেশ সময় ১৬৫০, জানুয়ারি ২৩, ২০১১