কিশোরী প্রতিভার খোঁজে রিয়ালিটি শো ‘মেঘে ঢাকা তারা’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে ২৪ জানুয়ারি সোমবার থেকে। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া মোট ৩২ জন কিশোরীর মধ্য থেকে নির্বাচন করা হবে নাচ ও গানে সেরা দুজন শিল্পীকে।
কিশোরীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক সারা দেশে ৮ হাজার ৬০০ কিশোরী কাব পরিচালনা করছে। প্রশিক্ষণপ্রাপ্ত একজন কিশোরী নেত্রীর পরিচালনায় এসব কাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ২৫-৩০ জন কিশোরী থাকে। সারা দেশের কিশোরী উন্নয়ন কাবের ২ লাখ ৬০ হাজার সদস্যের মধ্য থেকে নাচ ও গানে ১৬ জন করে মোট ৩২ জনকে মেঘে ঢাকা তারার চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে।
‘মেঘে ঢাকা তারা’র নিয়মিত বিচারক হিসেবে আছেন সঙ্গীত পরিচালক ইমন সাহা ও নৃত্য শিল্পী তামান্না রহমান। আজ থেকে শুরু হওয়া চলচ্চিত্রের গান রাউন্ডের অতিথি বিচারক থাকছেন মেহের আফেরোজ শাওন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শারমিন লাকী।
কিশোরীদের গ্রুমিং ও প্রশিক্ষণ দিচ্ছে সাধনা, সার্বিক তত্ত্বাবধানে আছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেড। ‘মেঘে ঢাকা তারা’ প্রচারিত হবে এটিএন বাংলায়।
বাংলাদেশ সময় ১৭৫৫, জানুয়ারি ২৪,২০১১