বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘বিজয়ের নাট্য উৎসব’ নাট্য উৎসব শুরু হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার সাত দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
উৎসব কমিটির উপদেষ্টা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। ফেডারেশন চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। আলোচনা অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে ৬টায় আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করে ‘এবং বিদ্যাসাগর’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়র মূল হলসহ এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে এ উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত । উৎসবে রাজধানীর ২১টি নাট্যদল অংশ নেবে।
২৫ জানুয়ারি : আরণ্যক নাট্যদল ‘এবং বিদ্যাসাগর’, ঢাকা পদাতিক ‘জলদাস’ এবং প্রাঙ্গণেমোর ‘লোকনায়ক’ মঞ্চস্থ করবে।
২৬ জানুয়ারি : নাট্যকেন্দ্রের ‘ডালিম কুমার’, থিয়েটার আরামবাগের ‘জন্মসূত্র’, মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শিখন্ডী কথা’।
২৭ জানুয়ারি : নাট্যচক্রর ‘ভদ্দরনোক’, সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘দর্পণ সাী’।
২৮ জানুয়ারি : নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘কাঁঠালবাগান’, লোকনাট্য দলের (বনানী) ‘সোনাই মাধব’, নাট্যধারার ‘এবং অশ্বমেধযজ্ঞ’।
২৯ জানুয়ারি : দেশনাটকের ‘প্রাকৃত পুরাঙ্গনা’, সময়-এর ‘ভাগের মানুষ’ এবং দৃশ্যপটের ‘সক্রেটিসের জবানবন্দি’।
৩০ জানুয়ারি : পদাতিক নাট্য সংসদ-বাংলাদেশ ‘জলবালিকা’, ঢাকা থিয়েটার
‘বিনোদিনী’ এবং থিয়েটার আর্ট ইউনিট ‘মগজ সমাচার’ মঞ্চস্থ করবে।
৩১ জানুয়ারি : লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) মঞ্চস্থ করবে ‘মাঝরাতের মানুষেরা’, থিয়েটারের (বেইলী রোড)‘মেরাজ ফকিরের মা’ এবং সংলাপ গ্রুপ থিয়েটারের‘বদনাম’।
জাতীয় নাট্যশালার মূল হলে প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়, অন্য দুটিতে সাড়ে ৬টায়। উৎসবে ছাত্র ও নাট্যকর্মীদের জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
এছাড়া প্রতিদিন বিকেলে জাতীয় নাট্যশালার উন্মুক্ত স্থানে থাকবে বাউল গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান।
বাংলাদেশ সময় ২১৫০, জানুয়ারি ২৫, ২০১১