ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

‘দ্য কিংস স্পিচ’ অস্কার মনোনয়নে শীর্ষে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ব্রিটেনের ইতিহাসভিত্তিক ছবি ‘দ্য কিংস স্পিচ’ এ বছরের অস্কার মনোনয়নে শীর্ষে রয়েছে। ছবিটি পেয়েছে ১২টি বিষয়ে মনোনয়ন।

এর পরেই রয়েছে ‘ট্রু গ্রিট’ ছবিটির অবস্থান। এই ছবিটি পেয়েছে ১০ বিষয়ে মনোনয়ন।

টম হুপার পরিচালিত ‘দ্য কিংস স্পিচ’ ছবিটি ব্রিটিশরাজ ষষ্ঠ জর্জের রাজনৈতিক জীবনকে নাটকীয়তার সঙ্গে তুলে ধরেছে। তিনি ১৯৩৬ সালে সিংহাসনে আরোহণের পর থেকে ১৯৫২ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধিপতি ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছিল।

‘দ্য কিংস স্পিচ’-এর ১২টি মনোনয়নের ভেতর রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী এবং সেরা পরিচালক।

এদিকে, সেরা ছবির মনোনয়নের তালিকায় আছে ‘ব্ল্যাক সোয়ান’, ‘ইনসেপশন’, ‘দ্য ফাইটার’, ‘দ্য কিডস আর অল রাইট’, ‘ওয়ান হান্ড্রেড টুয়েন্টি সেভেন আওয়ারস’, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’, ‘টয় স্টোরি থ্রি’, ‘ট্রু গ্রিট’ এবং ‘উইন্টারস বোন’-এর নাম।

বাংলাদেশ সময় ২২৫৫, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।