আসছে ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। প্রতি বছরের মতো এবারও দিনটি উৎসব আমেজে উদযাপনের প্রস্তুতি চলছে।
এবারের বসন্ত উৎসব সামনে রেখে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। অন্যবারের চেয়ে এবারের আয়োজনে থাকছে অনেক ব্যাপকতা। অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য, দলীয় সঙ্গীত, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, একক আবৃত্তি ও আদিবাসীদের বিশেষ পরিবেশনা থাকবে। বসন্ত উৎসবে ছায়ানট, নৃত্যাঞ্চল, বাফা, নজরুল একাডেমী প্রভৃতি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
১৩ ফেব্র“য়ারি রবিবার এবারের বসন্ত উৎসব প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে। বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এনটিভি ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ হতে বসন্ত উৎসবের সাংস্কৃতিক পর্ব সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশ স্থানীয় সময় ০০৪৫, জানুয়ারি ২৮, ২০১১