বগুড়ায় শুরু হচ্ছে চার দিনব্যাপী মহাস্থান জাতীয় নাট্যেৎসব। প্রথমবারের মতো এ নাট্যোৎসব আয়োজন করছে বগুড়ার স্থানীয় সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী।
নাট্যোৎসবে উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ঢাকা শিল্পকলা একাডেমীর জনপ্রিয় নাটক ‘গাজী কালু চম্পাবতী’, ঢাকা নটরণ-এর মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘অমাবস্যার কারা’, রংপুর নাট্যকেন্দ্রর রবীন্দ্রনাটক ‘মুক্তধারা’, বগুড়া সংশপ্তক থিয়েটারের ‘একটি অবাস্তব গল্প’ এবং মান্নান হীরা রচিত আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ‘কালো দৈত্য’।
আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুস সালাম পলাশ বাংলানিউজকে জানান, বাংলার লোকজ সংস্কৃতি ধারণ এবং এর সুষ্ঠু বিকাশই তাদের ব্রত। তাই এই সেøাগানকে সামনে রেখে তারা আয়োজন করেছে মহাস্থান জাতীয় নাট্যোৎসবের।
বাংলাদেশ সময় ১৬৫৫, ফেব্রুয়ারি ০১, ২০১১