ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মূকাভিনেতা মশহুরুল হুদাকে সম্মাননা জানাচ্ছে স্বপ্নদল

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলাদেশের আধুনিক মূকাভিনয় চর্চার অন্যতম পথিকৃৎ যুক্তরাষ্ট্রপ্রবাসী মূকাভিনেতা কাজী মশহুরুল হুদাকে সম্মাননা জানাচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। এ উপলক্ষে স্বপ্নদলের ব্যতিক্রমী প্রযোজনা মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এ সম্মাননা প্রদান ও ‘জাদুর প্রদীপ’-এর মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আহ্বায়ক রিজোয়ান রাজন।

‘আরব্য রজনী’-র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত স্বপ্নদল প্রযোজনা ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

মাইমোড্রামা বা মূকনাট্য হচ্ছে মূকাভিনয় আঙ্গিকে নির্মিত পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনা। বাংলাদেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মাইমোড্রামা নির্মিত হয়েছে এবং এদের কোনোটিই আবার নিয়মিতভাবে মঞ্চায়িত হয়নি। বর্তমান সময়ে ‘জাদুর প্রদীপ’ই রাজধানীর একমাত্র মাইমোড্রামা।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা কাজী মশহুরুল হুদা স্থায়ীভাবে প্রবাসে অবস্থান করলেও সম্প্রতি তিনি দেশে এসে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে পকালব্যাপী মূকাভিনয় প্রশিণ কর্মশালা পরিচালনা করছেন। মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর এ বিশেষ প্রদর্শনীতে উক্ত কর্মশালার প্রশিণার্থীরাও উপস্থিত থাকবেন।

এছাড়া অনুষ্ঠানে কাজী মশহুরুল হুদাকে আরো সম্মাননা জানাবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, প্যান্টোমাইম মুভমেন্ট, মুক্তমঞ্চ নির্বাক দল, মাইম আর্ট প্রভৃতি মূকাভিনয় সংগঠন।

বাংলাদেশ সময় ০০১০, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।