বাপের সঙ্গে জনের সম্পর্ক ঠিক ঠিক ছিল না কোনো সময়েই। বাপের অবহেলায় তিক্ততা সৃষ্টি হয়েছিল তাদের ভেতর।
জনের মতে, বাবা স্ট্যানলে তার প্রতি ‘অনেক ভালোবাসা’ দেখালেও, তার প্রতি বাবার নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তাকে গান লেখাকে পেশা হিসেবে নিতে উদ্বুদ্ধ করেছিল। ব্রিটিশ দৈনিক মিরর প্রকাশ করেছে তথ্যটি।
জন বলেন, ‘বাবার কাছ থেকে যেমন ভালোবাসা আশা করতাম, তেমন পেতাম না। বাবা আমাকে ভালোবাসতেন তার নিজের মতো করে। আমি চাইতাম বাবা আমাকে জড়িয়ে ধরে বলুক, আমাকে সে অনেক ভালোবাসে কিন্তু দেখা যেত অন্য ঘটনা। ’
বাবার অনেক আচরণ, অবহেলা জনের ভেতর রাগ বাড়িয়ে দিত। কিছু একটা করার অনুপ্রেরণা দিত। ‘তবে আমি এত বড় শিল্পী হওয়ার কথা কখনোই ভাবতে পারিনি,’ জনের মন্তব্য।
বাংলাদেশ সময় ০০৩০, ফেব্রুয়ারি ৮, ২০১১