স্বনামধন্য অভিনেত্রী এলিজাবেথ টেইলরের শারীরিক অবস্থা সংকটাপটন্ন। হৃদরোগ-জটিলতার কারণে এ সপ্তাহের গোড়ায় হাসপাতালে ভর্তি করার পর তাকে চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বেশ কদিন থেকেই অসুস্থ হয়ে আছেন ৭৮ বছর বয়সী এই অভিনেত্রী। তাকে ভর্তি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে। চিকিৎসকরা তার হৃদরোগ-জটিলতাকে ‘কনজেসটিভ হার্ট ফেইলিওর’ বলে চিহ্নিত করেছেন।
তার ঘনিষ্ঠদের বরাত দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
২০০৯ সালে টেইলরের হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগ জটিলতাসহ বিভিন্ন শারীরিক সম্যসায় ভুগছেন।
টেইলরের শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করা হয়েছে, তারা যেন এই অভিনেত্রীর গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন।
কর্তব্যরত চিকিৎসকরা যেন তার সুচিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পান সে জন্য টেইলরের ভক্তদের হাসপাতালে ভিড় না জমানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময় ১৮২৪, ফেব্রুয়ারি ১৩, ২০১১