আলোচিত নির্মাতা নুরুল আলম আতিক নির্মিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’। মুক্তির পর প্রথমবারের মত ঢাকার বাইরে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রেনু নামের এক লড়াকু নারীর প্রতিকূলতার বিরুদ্ধে নিত্যদিনের সংগ্রামের গল্প নিয়ে ছবি ‘ডুবসাতার’। ৯২ মিনিট দৈর্ঘ্যর ডিজিটাল ফরম্যাটে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নুরুল আলম। ছবির প্রধান চরিত্র রেনুর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরো অভিনয় করেছেন শাহরিয়ার শুভ, শ্রাবস্তী দত্ত তিন্নি, স্বাগতা, স্বাধীন খসরু, ওয়াহিদা মল্লিক জলি, শেহজাদ চৌধুরী, সুষমা সরকার, অপু কাজী, শাহরিয়ার ফেরদৌস সজীব, আফ্রোদিতি কাকলি, জুনায়েদ হালীম, স্বর্ণা, এজাজ বারী, রফিকুল ইসলাম প্রমুখ।
‘ডুঁবসাতার’ ছবিটির প্রদর্শনীর পাশাপাশি চট্রগ্রাম থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিনদিনের চিত্রনাট্য রচনা বিষয়ক কর্মশালা। তিনদিনের এ কর্মশালাটির কাস নিবেন নুরুল আলম আতিক। ১৯ ফেব্র“য়ারি সমাপনী দিনে বাংলাচলচ্চিত্রের ৪০ বছরের উত্থান-পতনের উপর একটি প্রবন্ধ পাঠ করবেন এ নির্মাতা। সমাপনী দিনের সবশেষে থাকছে মুক্ত আলোচনা।
পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে চট্রগ্রামের ফাইন আর্টস বিডি ডট কম।
বাংলাদেশ সময় ১৭৪৫, ফেব্রুয়ারি ১৪, ২০১১