‘তারা স্বপ্ন দেখে অবাক চোখে আগামীর বিজয়ের পথে’ গানটি এবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া বাংলাদেশ দলকে উৎসর্গ করেছেন ব্যান্ডতারকা বিপ্লব। গানটি যদি আমাদের ক্রিকেটারদের খানিকটা হলেও উদ্দীপ্ত করে তাহলে তিনি নিজেকে সার্থক মনে করবেন বলে জানালেন বাংলানিউজকে।
বিপ্লবের গাওয়া বিশ্বকাপের গানটি এখন স্বদেশ প্রপার্টিসের সৌজন্যে প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। তাছাড়া এফএম রেডিওতে কান পাতলেই গানটি শোনা যাচ্ছে।
আকর্ষণীয় কথা আর হৃদয়ছোঁয়া সুরের এই গানটি সম্পর্কে বিপ্লব বললেন, টানা ২৬ দিনের পরিশ্রমের ফসল গানটি। ইচ্ছে ছিল বিশ্বকাপ ক্রিকেটের আগে বাংলাদেশ দলকে নিয়ে একটি ভালো গান গাইব। তাই যথেষ্ট সময় নিয়ে আমরা এই গানটি তৈরি করেছি। গানটিতে ব্যবহার করা হয়েছে ডিজে আর টেকনো সুরের ফিউশন।
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিপ্লবের গাওয়া এই গানটির কথা লিখেছেন জামাল মল্লিক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিপ্লব নিজেই। গানটির চিত্রায়ণ করেছেন বশীর আহমেদ।
বাংলাদেশ সময় ০০১৫, ফেব্রুয়ারি ১৬, ২০১১