বাংলাভিশনের কমেডি ধারাবাহিক নাটক ‘ডাইরেক্টার’-এর ৫০তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে ১৮ ফেব্রুয়ারি শুক্্রবার রাত ৮টা ১৫ মিনিটে। এরই মধে ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
‘ডাইরেক্টার’ ধারাবাহিকটি রচনা করেছেন যৌথভা্েব শিমূল সরকার ও আসাদ সরকার, পরিচালনায় রয়েছেন শিমূল সরকার। কমেডি ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শশী, এটিএম শামসুজ্জামান, বিথী, কচি খন্দকার, আ খ ম হাসান, শামীম জামান, শবনম পারভীন, সঞ্জীব আহমেদ প্রমুখ।
৫০ তম পর্বে দেখা যাবে, প্রাণচঞ্চল গ্রামে খবর আসে ডাইরেক্টার গ্রামে আসবে। অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য অনেকে নায়ক-নায়িকা সেজে গানের দৃশ্যের রিহার্সেল করেছেন, কেউবা ভিলেনের ফাইটিং প্র্যাকটিস করেছেন। পুরো গ্রাম জুড়েই ডাইরেক্টার আসার খবরে উৎসব শুরু হয়ে যায়। শুরু হয় ডাইরেক্টারের সুনজর পাওয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আছেন ফুলবানু, শিউলীমালা, জানবেলা, সোনামিয়া, খয়বর শাহ্, জানবাহার, আইনুল, সুরত, মেম্বার ও চেয়ারম্যান ।
সপ্তাহের প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে কমেডি ধারাবাহিক ‘ডাইরেক্টার’।
বাংলাদেশ সময় ১৬২০, ফেব্রুয়ারি ১৭, ২০১১