বরেণ্য চলচ্চিত্রকার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। ১৫ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুম বর্তমানে বারডেম হাসপাতালের ১৩ তলার ১৩০৮ নম্বর কক্ষে ভর্তি হয়েছেন। তিনি ডায়াবেটিস, রক্তস্বল্পতাসহ নানাবিধ রোগে ভুগছেন। বিশেষজ্ঞ ডাক্তার সারোয়ার ইকবাল রয়েছেন তার চিকিৎসার দায়িত্বে।
আলমগীর কুমকুম পরিচালিত বিভিন্ন ছবির মধ্যে রয়েছে ‘স্মৃতিটুকু থাক’, ‘রাজবন্দী’, ‘সোনার চেয়ে দামী’, ‘আমার জন্মভূমি’, ‘গুন্ডা’, ‘কাপুরুষ’, ‘কাবিন’, ‘রকি’ প্রভৃতি।
বাংলাদেশ সময় ০০১০, ফেব্রুয়ারি ১৮, ২০১১