ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপির এখন ব্যস্ততা নেই বললেই চলে। ঘরে বসেই কাটছে তার সময়।
ছবিটি সম্পর্কে বাংলানিউজকে পপি বললেন, ‘গার্মেন্টস কন্যা’ চমৎকার গল্পের একটি ছবি। আমাদের দেশের সহায়-সম্বলহীন অনেক নারীই আজ স্বনির্ভর হয়ে উঠেছে গার্মেন্টসের কল্যাণে। আমার বিশ্বাস, এ ছবিতে এমন কিছু উপাদান রয়েছে যা দেখে প্রতিটি দর্শক গার্মেন্টস শ্রমিকদের প্রতি হয়ে উঠবেন সহানুভূতিশীল। গার্মেন্টস শিল্পে যারা কাজ করেন তাদের সুখ দুঃখের গল্প নিয়ে নির্মিত এ ছবিটি শুধু দর্শকদেরই ভাল লাগবে না আমাকেও নতুন করে পথ দেখাবে। পপি আরো বললেন, চলচ্চিত্রকে ভালবেসে আমি অনেকটা সময়ই পার করে দিয়েছি। আমার ভালবাসা-স্বপ্ন-সাধনা সবই চলচ্চিত্র নিয়ে। আমি এখানেই নিজের জীবনকে উৎসর্গ করেছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলচ্চিত্রের একজন হয়েই থাকতে চাই।
গার্মেন্টস কর্মজীবী নারীদের জীবনযাপনের উপর ভিত্তি করেই এই ছবির মূল পরিকল্পনা করেছেন প্রযোজক মো. নাজিম উদ্দিন চেয়ারম্যান। নাদিম নাফিস চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘গার্মেন্টস কন্যা’ লেডি অ্যাকশনধর্মী এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পপি।
বাংলাদেশ সময় ১৫২০, মার্চ ০৫, ২০১১