ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পাবনায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী বাউল উৎসব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

পাবনা: ‘মাটির টানে বাউল গানে’ এই স্লোগানকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে পাবনায়  শুরু হচ্ছে তিনদিনব্যাপী বাউল উৎসব।

‘বাংলাদেশ গণশিল্পী সংস্থা’ পাবনা আঞ্চলিক কমিটি শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মিলনায়তন মুক্তমঞ্চে এই উৎসবের আয়োজন করেছে।



কমিটির সভাপতি শিবজিৎ নাগ জানান, প্রতিদিন বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এ উৎসবে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা , বরেণ্য লোকশিল্পীদের গানের আসর ও মিলনমেলা।

বৃহস্পতিবার এ উৎসব উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

পরে বিষয়ভিত্তিক আলোচনা পর্বে থাকবে লালন সাঁই-এর জীবনের উপর আলোচনা ।

এরপর লোকসঙ্গীত, বাউল সম্মাননা ও বাউল গান অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন শুক্রবার থাকবে কাঙ্গাল হরিনাথ মজুমদার-এর জীবনের উপর বিষয়ভিত্তিক আলোচনা , লোকসঙ্গীত, বাউল সম্মাননা ও বাউলগান এবং  শনিবার উৎসবের শেষদিন থাকবে মেছের শাহ’র জীবনের উপর বিষয়ভিত্তিক আলোচনা , লোকসঙ্গীত, বাউল সম্মননা ও বাউলগান।
তিনদিনব্যাপী এই বাউল উৎসবের স্পন্সর সহযোগী মাইক্রোম্যাক্স এবং মিডিয়া সহযোগী হিসেবে রয়েছে এটিএন নিউজ ও দৈনিক ইছামতি।

বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘন্টা, মার্চ ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।