তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও যন্ত্রীদের সংগঠন আরওয়াইএমবি(দ্য রিপাবলিক অব ইয়ং মিউজিশিয়ানস বাংলাদেশ)। এ সংগঠনের আয়োজনে গত ৯ মার্চ বুধবার মাওয়ার পদ্মা রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পদ্মার পাড়ে অনুষ্ঠিত আরওয়াইএমবির এই মিলন মেলাকে ঘিরে তরুণ মিউজিশিয়ানদের উৎসাহ-উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো। সারাদিনই মুখর আনন্দে শিল্পীরা অংশ নিয়েছে নানারকম খেলায়। বনভোজনের শুরুটা হয় মহিলাদের অংশগ্রহনে বালিশ খেলার মধ্য দিয়ে। এরপর ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট, হাঁড়ি ভাঙ্গা, গান পরিবেশনা, ডিজে মিক্স আর র্যাফেল ড্র’র মধ্য দিয়ে বর্ণিল এই আয়োজনের শেষ হয়। দিনভর এই আয়োজনের শেষভাগে সংগঠনের প্রধান উপদেষ্টা আসিফ আকবর আরওয়াইএমবি’র ৩১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে সোহেল মেহেদী ও কে.এম আব্দুল্লাহ্ আল মূর্তজা মুহিন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি অভিজিৎ চক্রবর্তী জিতু ও মিজান মাহমুদ রাজীব, সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও বশিরুজ্জামান সাব্বির, সাংগঠনিক সম্পাদক কিশোর দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক জাহিদ আকবর, সহ-দপ্তর সম্পাদক ফুয়াদ হাসান, অর্থ সম্পাদক মিতুয়া হেমা, সহ-অর্থ সম্পাদক শেখ নিলীমা শশী, প্রচার সম্পাদক ইদ্রিস আনোয়ার পরাণ, সহ-প্রচার সম্পাদক ডালিম বড়–য়া, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর হাসান, ক্রীড়া সম্পাদক ওয়াসিম কবির পলাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ সুজন, আন্তর্জাতিক সম্পাদক সুজানা আনসার, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক পুলক অধিকারী, সাহিত্য ও মুদ্রন সম্পাদক আমিরুল মোমেনিন মানিক এবং লোকজ ও সাংস্কৃতিক সম্পাদক সোমনুর মুনির কোনাল। এ ছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আরেফিন রুমী, মাহমুদ মানজুর, তৌসিফ আহমেদ, সাজ্জাদ পারভেজ, ন্যান্সি, সালমা আক্তার, আল আমিন, দিপু মাহমুদ, শাকিব ও মেহরাব।
আরওয়াইএমবি’র প্রধান উপদেষ্টা এবং উদ্যোক্তা আসিফ আকবর নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার বিশ্বাস এই তরুণ তুর্কীরাই পারবে আমাদের সংগীতাঙ্গনের বর্তমান মঙ্গা-জলোচ্ছাস থেকে উদ্ধার করে সামনের দিকে এগিয়ে নিতে। আজকের এই পদ্মারিসোর্টে প্রায় দুই শতাধিক শিল্পী-মিউজিশিয়ান-গীতিকার-সুরকার-প্রযোজক এবং সংগীত সংশ্লিষ্টদের প্রাণবন্ত উপস্থিতি আমাকে আশাবাদী করে তুলেছে।
বাংলাদেশ সময় ১৫৩০, মার্চ ১০, ২০১১