ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভেজাল শিশুখাদ্য বিক্রেতার মনের কথা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১

আমাদের আশেপাশে এমনকিছু মানুষ আছে, যাদের জীবনযাপন অজানা-অচেনা-রহস্যময়। সেইসব রহস্যেঘেরা মানুষদের মনের কথা জানার অনুষ্ঠান ‘মনের কথা’।

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির উপস্থাপনায় বাংলাভিশনে প্রচারিত হচ্ছে বিপথগামী মানুষদের সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানটি।

 ‘মনের কথা’ অনুষ্ঠানে এবার ভেজাল শিশুখাদ্য বিক্রেতা সাইফুলের মুখোমুখি হচ্ছেন আফসানা মিমি। আসল দুধের নামে নকল দুধ কিভাবে বাজারে আসছে, কি উপায়ে কারা নকল দুধসহ অন্যান্য ভেজাল শিশুখাদ্য তৈরি করছেন সব জানা যাবে এবারের পর্বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্যাট আনোয়ার পাশা ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর মনির হোসেন। এই সব ভেজাল খাদ্য শিশুদের কি কি ক্ষতি করছে, সে বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এবারের পর্বে।  

আফসানা মিমির উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় পর্দার আড়ালে বসা সাইফুল-এর এই সাক্ষাৎকার বাংলাভিশনে দেখা যাবে ১৪ মার্চ সোমবার রাত ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ সময় ১৪১০, মার্চ ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।