ভূমিকম্প ও সুনামি আক্রান্ত জাপানিদের সহযোগিতা করার জন্য চ্যারিটি প্রোডাক্ট হিসেবে ব্রেসলেট বানালেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা। টুইটারের পাতায় ব্রেসলেটের একটি ছবিও ছেপেছেন তিনি।
জাপানের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে ব্রেসলেটের রঙ রাখা হয়েছে লাল ও সাদা। ‘আমরা জাপানের জন্য প্রার্থনা করি’ লেখা সম্বলিত ব্রেসলেটে আছে গাগার স্বাক্ষর। প্রতিটি ব্রেসলেটের দাম রাখা হয়েছে ৫ ডলার।
ব্রেসলেট কিনে জাপানিদের সহযোগিতা করার জন্য টুইটারের মাধ্যমে আবেদন জানিয়েছেন ২৪ বছর বয়সী জগতখ্যাত এই শিল্পী।
বাংলাদেশ সময় ১৮২০, মার্চ ১৪, ২০১১