ইভটিজিংকে বিষয়বস্ত করে নির্মিত হয়েছে নাটক ‘কথা সত্য, সাক্ষী দূর্বল’। নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ১৮ মার্চ শুক্রবার রাত ৮টায়।
নাটকে দেখা যাবে, আবদুল কাদের ও করিমুন্নেসার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিছু ইভটিজার তাদের প্রেমের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায়। দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয় বিয়ের মাধ্যমে। কিন্তু ইভটিজাররা তাদের পিছু ছাড়ে না। তারা প্রতিশোধের নেশায় ফুসলিয়ে তোলে দুজনের দুই পরিবারকে। সমস্যা সমাধানের পথ খুঁজতে গিয়ে দুই পরিবার শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়ায়।
‘কথা সত্য, সাক্ষী দূর্বল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তি, হাসান মাসুদ, চিত্রলেখা গুহ, রোজী সিদ্দিকী, মহিউদ্দিন বাহার, এস,এম,মহসিন, রাশেদ মামুন অপু, সুস্ময় শরীফ, কাজী রাজু, মোস্তফা সরোয়ার প্রমূখ।
বাংলাদেশ সময় ১৬৪০, মার্চ ১৬, ২০১১