প্রতি বছরের মতো এবারও বিশ্ব জুড়ে ২৯ এপ্রিল পালন করা হবে নৃত্য দিবস। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘বিশ্ব নৃত্য উৎসব’।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে ‘বিশ্ব নৃত্য উৎসব’-এর সপ্তাহব্যাপি অনুষ্ঠানমালা শুরু হবে ২৩ এপ্রিল থেকে জাতীয় শিল্পকলা একাডেমীতে। উদ্বোধনী পর্বসহ উৎসবের ছয় দিনের অনুষ্ঠান পরিচালিত হবে শিল্পকলা একাডেমী প্লাজায়। ২৯ এপ্রিল উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালায়। উৎসবে নৃত্য পরিবেশন করবে দেশের বিভিন্ন নৃত্য সংগঠন ও একাডেমীর শিল্পীরা। পাশাপাশি প্লাজা চত্বরে চলবে মেলা। প্রতিবারের মতো এবার দেশে নৃত্যশিল্পের প্রসারে বিশেষ অবদান রাখার জন্য প্রদান করা হবে সম্মাননা পদক।
বিশ্ব নৃত্যদিবস উপলক্ষে উৎসবের অংশ হিসেবে সিলেটের জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে সেমিনার।
বাংলাদেশ সময় ১৪৩০, মার্চ ১৬, ২০১১