ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আড়াই লাখ ডলার তুলেছে গাগার ব্রেসলেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

জাপানে ভূমিকম্প ও সুনামি আক্রান্ত মানুষদের জন্য প্রায় আড়াই লাখ ডলার উঠেছে লেডি গাগার ডিজাইন করা ব্রেসলেট বিক্রি করে। মাত্র দুদিনেই উঠল এই পরিমান অর্থ।



গাগা তার টুইটার অনুসারীদের আবারো অনুরোধ করেছেন ৫ ডলার মূল্যের এই ব্রেসলেটটি কিনে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে। ব্রেসলেটটিতে ইংরেজি ও জাপানি ভাষায় লেখা আছে ‘আমরা জাপানের জন্য প্রার্থনা করি’।

গত ১১ মার্চ জাপানে ৯.০ মাত্রায় ভূমিকম্প হওয়ার পর গাগা নিজের ডিজাইন করা ব্রেসলেট বিক্রির খবর টুইটারে প্রচার করেন। তিনি জাপানের জাতীয় পতাকার রঙ সাদা ও লাল ব্যবহার করেছেন এই ডিজাইনে।

বাংলাদেশ সময় ১৯৫৮, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।