অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এবার প্রথমবারের মতো একটি নাটকে হিজরা সেজে অভিনয় করলেন তিনি।
ভালো মানুষের মুখোশের আড়ালে ক্ষমতা কুক্ষিগত করার স্বার্থে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার ঘটনা নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনী। পৌরসভার চেয়ারম্যানের চরিত্র নিয়ে নাটক মঞ্চায়ন করার অপরাধে নাট্যকর্মী গাজী রাকায়েতকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের রুখে দাঁড়ায় ফজলুর রহমান বাবু। একসময় তার জীবনের প্রতি নেমে আসে হুমকি। এই হুমকি থেকে বাঁচার জন্য তাকে হিজড়ার ছদ্মবেশ নিয়ে তাদের দলে মিশে যেতে হয়।
‘লীলা’ নাটকে করা নিজের চরিত্র সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, এই একটা চরিত্রকেই নাটকে নানা সাজে দেখা যায়। কখনো জুয়াড়ি, কখনো হিজড়া, কখনো আবার সাধু। নানা সাজে আমাকে এ নাটকে অভিনয় করতে হয়েছে। কাজটি করে তাই বেশ তৃপ্তি পেয়েছি।
নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, গাজী রাকায়েত, তানভীন সুইটি, লুৎফর রহমান জর্জ, শামস সুমন, আলভী, মিতা নূর, শতাব্দী ওয়াদুদ, রাতিন প্রমুখ। এক পর্বের এই নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
বাংলাদেশ সময় ১৬৩০, মার্চ ১৯, ২০১১