ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সাংস্কৃতিক জোটের স্বাধীনতার উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম সম্মিলিত সাংস্কৃতিক জোট স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপনের উদ্দেশ্যে গ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচি। ২৪ মার্চ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এবং ২৬ মার্চ ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা উৎসব।



‘মুক্তিযুদ্ধ অনিঃশেষ চল্লিশে বাংলাদেশ’ শীর্ষক এই উৎসবে থাকছে গণসঙ্গীত, দেশাত্মবোধক গান, নাটক, আবৃত্তি, নৃত্য ও শিশু সংগঠনের পরিবেশনা। এ ছাড়াও ২৫ মার্চ গণহত্যার কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে বাসভবনের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বিশেষ অনুষ্ঠান পরিবেশিত হবে।

এইদিন রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি জানানো হবে সম্মান ।

বাংলাদেশ সময় ১৪৩০, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।