ব্যান্ডদল পার্থিব। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
পার্থিব ব্যান্ডের দ্বিতীয় একক অ্যালবাম ‘উৎসর্গ নিজেকে’-এর বিভিন্ন গানের কথা লিখেছেন ব্যান্ডের সদস্য তরুণ, হারুণ, রুমন ও নেদা। গানগুলো কম্পোজিশনের কাজ করেছেন ব্যান্ডের কি বোর্ড বাদক নাবিল। একে একে বারোটি গান রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। এবারের পহেলা বৈশাখে পার্থিব দ্বিতীয় একক অ্যালবাম ‘উৎসর্গ নিজেকে’ শ্রোতাদের হাতে তুলে দেবার অপেক্ষায় আছে।
পার্থিবের দ্বিতীয় একক অ্যালবামের উল্ল্যেখযোগ্য গানগুলো হচ্ছে - দমে দমে, উৎসর্গ নিজেকে, ইহ, হতাশা, বৃষ্টি ইত্যাদি। অ্যালবামের গানগুলো সম্পর্কে নাবিল বলেন, সবধরনের শ্রোতাদের ভালোলাগার মতো কিছু গান অ্যালবামে রেখেছি। গানের কথা ও সুরে আছে বৈচিত্র্য। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। নাবিল জানান, এবারের অ্যালাবামটি বাজারে আসছে একতার’এর ব্যানারে। পহেলা বৈশাখে বিভিন্ন অডিও প্রযোজনা সংস্থা থেকে বিভিন্ন শিল্পীর একক এবং মিক্সড এ্যালবাম বাজারে আসলেও চয় বছর পর পার্থিবের একক অ্যালবাম ‘উৎসর্গ নিজেকে’ শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলেই আশাবাদী দলের সবাই।
বাংলাদেশ সময় ১৮২০, মার্চ ৩১, ২০১১