চঞ্চল চৌধুরী স্বপ্ন দেখেন নামকরা পরিচালক হওয়ার। আর তার নাটকে অভিনয় করে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন হোমায়রা হিমু।
‘একটি জীবনের গল্প’ নাটকে চঞ্চল এবং হিমুকে এভাবেই উপস্থাপন করেছেন সাংবাদিক ও নাট্য পরিচালক বিপ্লব কুমার পাল।
বাংলানিউজকে তিনি জানান, নাটকটিতে চঞ্চল চৌধুরী একজন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন। আর হিমু অভিনয় করেছেন গ্রামের ধনী পরিবারের মেয়ের চরিত্রে। নাটকটি আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ।
এতে চঞ্চল ও হিমু ছাড়া আরও অভিনয় করেছেন তিনু করিম, শামীম, পিয়াল, রিমু, উৎপল, মিতুল, নিকোলাস, টিটু, লিজা, অমা, মম, শাকিল, রাঙা প্রমুখ। রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিপ্লব কুমার পাল।
নাটকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রচুর নাটকে অভিনয় করছি। কিন্তু ‘একটি জীবনের গল্প’ নাটকটি আমার ভালো লাগার একটি। গ্রামের এক ছেলে সংগ্রাম করে রূপালি জগতে টিকে থাকার চেষ্টা করে তা গল্পে ফুটে তোলা হয়েছে। তাছাড়া বাস্তব চিত্র উঠে এসেছে এ নাটকে। ’
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বিপ্লব কুমার পাল জানান, ‘গ্রামের একজন শিক্ষিত ছেলে চঞ্চল চৌধুরী স্বপ্ন দেখেন একজন বড় পরিচালক হওয়ার। অপরদিকে হিমু নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। তাই চঞ্চলের সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন হিমু। গ্রামের জমি বিক্রি করে চঞ্চল শহরে আসেন নাটক বানাবে বলে। নাটক বানাতে গিয়ে মুখোমুখি হন নানান বিচিত্র অভিজ্ঞতার। ’
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১১