চ্যানেল আইতে ৪ এপ্রিল থেকে প্রতি সোমবার প্রচার শুরু হতে যাচ্ছে অনন্য ও আকর্ষণীয় গ্লামারাস রিয়েলিটি টিভি শো ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১। দেশের বিভিন্ন অঞ্চলের তরুণী প্রতিযোগীরা এ আয়োজনে অংশ নিয়েছেন।
‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১’ ইভেন্টের প্রধান বিচারক হিসেবে থাকছেন নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান। বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে সেরা ১০০ জনকে নিয়ে শুরু হচ্ছে এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপবের সম্প্রচার। যেসব মেয়েরা মডেলিংয়ের মাধ্যমে দেশে কিংবা আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করতে চান, তাদের জন্যর্ একটি প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজন।
ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১ খেতাব অর্জনকারী প্রতিযোগী মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। বিজয়ী প্রতিযোগীকে বিশ্বসুন্দরী প্রৃতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে সহায়তা করা হবে। হেয়ার রিম্যুভাল ব্র্যান্ড ‘ভিট’ এই মডেল হান্ট প্রতিযোগিতার স্পন্সর। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন সিজিল মির্জা। পরিচালনা করবেন রায়হান খান। ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার আই ক্রিয়েশন লি:।
বাংলাদেশ সময় ১৮১০, এপ্রিল ০৩, ২০১১