ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আসছে ‘মধুমতি’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘মধুমতি’। শাহ্জাহান চৌধুরী পরিচালিত এ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বাংলা নববর্ষে।



অনেকদিন পর এ ছবিতে দেখা যাবে জনপ্রিয় নায়ক রিয়াজকে। লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৮ সালের খেতাব বিজয়ী চৈতির চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ‘মধুমতি’-এর মাধ্যমে। ছবিতে আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, সাবেরি আলম, মাসুদ আখন্দ, জিনিয়া, ইলোরা গওহর, সিবি জামান প্রমুখ।

ষাটের দশকে বাংলাদেশের তাঁত শিল্পের যখন ক্রান্তিকাল। নিজেদের ব্যবসায় মার খেতে খেতে অন্য পেশার দিকে ঝুঁকছে তাঁতীরা। যন্ত্রের দাপটে যখন হারিয়ে যেতে বসেছে হস্তচালিত তাঁত। সে সময়ে তাঁতী সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই যুবক যুবতী; আনোয়ার ও মিনারা গ্রামে ফিরে বিপন্ন তাঁতীদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। তাঁতী সম্প্রদায়কে এই পেশায় নিযুক্ত থাকতে উজ্জীবিত করেন। মিনারা তাদের শিক্ষিত করে তুলতে আপ্রাণ চেষ্টা করেন। আনোয়ার প্রতিষ্ঠা করেন সমবায় সমিতি। তাঁতীরা আগামী দিনের স্বপ্ন বুনে। কিন্ত তাতেও বাধ সাধে কিছু অসাধূ ও দুষ্ট প্রকৃতির মানুষ। আনোয়ার ও     মিনারার প্রেম ভালবাসা আর তাঁতী সম্প্রদায়ের উন্নয়ন চেষ্টার ভেতর দিয়ে এগিয়ে যায় ‘মধুমতি’ ছবিটির গল্প।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘মধুমতি’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ২ বৈশাখ (১৫ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে। ছবিটি একইদিন মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

বাংলাদেশ সময় ১৭২০, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।