‘যাত্রা : বাংলাদেশের হৃদয় হতে’ শ্লোগান নিয়ে খুলনার শহীদ হাদিস পার্কে ৮ এপ্রিল শুক্রবার হতে ১০দিনব্যাপী যাত্রা উৎসব শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ এ যাত্রা উৎসবের আয়োজন করছে।
খুলনায় ১০ দিনব্যাপি এই যাত্রা উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন। ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় হাদিস পার্কে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সরকারের ‘নাটক, সংগীত, আবৃত্তি, যাদু ও যাত্রাশিল্পের মান-উন্নয়ন ও পৃষ্ঠপোষকতা কর্মসূচী’ প্রকল্পের আওতায় এ যাত্রা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পকলা একাডেমী এতে সহযোগিতা করছে।
১০ দিনের এই যাত্রা উৎসবে ১০টি পালা মঞ্চায়িত হবে। উদ্বোধনী দিন ৮ এপ্রিল শুক্রবার রাতে প্রদর্শিত হবে আনন্দ অপেরার ‘সোহরাব-রুস্তম’। ৯ এপ্রিল আদি বলাকা অপেরা পরিবেশন করবে ‘মেঘে ঢাকা তারা’, ১০ এপ্রিল আর্য্য অপেরার ‘মা-মাটি-মানুষ’, ১১ এপ্রিল অগ্রগামী নাট্য সংস্থার ‘আনারকলি’, ১২ এপ্রিল নিউ রং মহল অপেরার ‘নিহত গোলাপ’, ১৩ এপ্রিল আদি রাজমহল অপেরার ‘কলংকিনী কেন কংকাবতী’, ১৪ এপ্রিল সংগ্রাম যাত্রা ইউনিটের ‘চরিত্রহীন’, ১৫ এপ্রিল পূর্বাশা যাত্রা ইউনিটের ‘অশ্র“ দিয়ে লেখা’, ১৬ এপ্রিল মৌসুমী অপেরার ‘জন্মরক্তে জননী পূজা’ এবং ১৭ এপ্রিল প্রদর্শিত হবে অগ্রগামী যাত্রা ইউনিটের ‘মা হলো বন্দি’। যাত্রা প্রদর্শণী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।
বাংলাদেশ সময় ১৭৫০, এপ্রিল ০৬, ২০১১