অর্থনৈতিক দুদর্শার কারণে সম্ভবত আত্মহত্যা করেছিলেন মাইকেল জ্যাকসন। এমন স্পর্শকাতর দাবি করেছেন জ্যাকসনের চিকিৎসক কনরাড মুরের উকিলেরা।
২০০৯ সালে পপসম্রাট জ্যাকসনের অকাল মৃত্যুর জন্য দায়ি করে মামলা করা হয়েছে তার চিকিৎসকের বিরুদ্ধে।
মুরের আইনজীবি চেরনফ তার মক্কেলকে আদালতে এমন দাবি তোলার জন্য প্ররোচিত করছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।
তবে একথাও প্রচলিত আছে যে, জ্যাকসন তার অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন।
বিচারক মাইকেল প্যাস্টারকে মুরে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে, সেইসময় জ্যাকসন অর্থনৈতিকভাবে খুব বাজে অবস্থায় ছিলেন। তিনি খুব অস্থির হয়ে গিয়েছিলেন। ’
তবে জ্যাকসনের বিষয়-সম্পত্তির দেখভালে নিয়োজিত এটর্নি হাভার্ড ভিৎসমান বলেন, জ্যাকসনের সম্পত্তির হিসাব দেখে মনে হয় না তিনি অর্থকষ্টে ছিলেন।
এ দিকে বিচারক মন্তব্য করেছেন, ‘জ্যাকসনের আত্মহত্যার বিষয়টি যেন গভীর সাগরে মাছ ধরার মতোই জটিল। ’
বাংলাদেশ সময় ১৭৪৬, এপ্রিল ৭, ২০১১