আবুধাবি চলচ্চিত্র উৎসবের জন্য ছবির আহ্বান জানানো হয়েছে। আগামী ১৩ অক্টোবর শুরু হবে দশ দিনব্যাপী এই উৎসবের।
আগ্রহী চিত্রনির্মাতারা পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র বিভাগে ছবি জমা দিতে পারবেন। বিভাগ দুটিতে রয়েছে ‘প্রতিযোগিতা’ ও ‘অপ্রতিযোগিতা’ সেকশন।
উৎসবের সেরা ছবিটিকে নগদ পুরষ্কার হিসেবে দেওয়া হবে দশ লাখ ডলারেরও বেশি।
এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র ছাড়াও ‘নতুন দিগন্ত’ (আফাক জাদিদা) ও স্বল্পদৈর্ঘ্য ছবির সেকশনেও চলচ্চিত্র পাঠানো যাবে।
উৎসবে পরিবেশ বিষয়ক একটি বিভাগ রয়েছে। পরিবেশ বিষয়ক জনসচেনতা সৃষ্টিকারী ছবিগুলো এই বিভাগে জমা দেওয়া যাবে।
এই বিভাগে বিজয়ী ছবিটিকে পুরষ্কার হিসেবে দেওয়া হবে ১৫ হাজার ডলার।
বিস্তারিত জানাতে লগইন করুন www.abudhabifilmfestival.ae ওয়েবসাইটে।
বাংলাদশ সময় ১৭১৭, এপ্রিল ৭, ২০১১