দেশের চলচ্চিত্র শিল্পে অন্যতম বড় বিনিয়োগকারী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চারটি ছবি বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ছবি ৪টি হলো- মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’, ‘গেরিলা’, ‘মধুমতি’ ও ‘মনের মানুষ’।
কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত ছবি ‘আমার বন্ধু রাশেদ’। এটি মুক্তি পায় গত ১ এপ্রিল। মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নিয়ে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ নির্মিত ছবি ‘গেরিলা’। ছবিটি মুক্তি পায় গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। কথাসাহিত্যির রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে শাহজাহান চৌধুরী নির্মিত ছবি ‘মধুমতি’। এটি মুক্তি পেয়েছে গত ১৫ এপ্রিল। এই তিনটি ছবি ছাড়াও গৌতম ঘোষ নির্মিত ছবি ‘মনের মানুষ’ এখনও বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।
৪টি ছবির পরিবেশনায় রয়েছে আশীর্বাদ চলচ্চিত্র।
বাংলাদেশ সময় ১৯১০, এপ্রিল ১৭, ২০১১