বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথভাবে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে তিনদিনব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করবেন । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি । ১৭ এপ্রিল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই অনুষ্ঠানসূচি চুড়ান্ত করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ বিশিষ্ট জনেরা ।
বাংলাদেশের মতো ভারতের দিল্লি ও কলকাতাতেও রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির অনুষ্ঠানের উদ্বোধন করবেন । ভারতের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা অংশ গ্রহণ করবেন।
এছাড়াও বাংলাদেশের রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহ, শাহজাদপুর, পতিসর ও দক্ষিণডিহিতে বাংলাদেশের শিল্পীদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে ভারতের শিল্পীদেরও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ সময় ১৪৩৫, এপ্রিল ১৮, ২০১১