প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কির স্ত্রীর প্রয়াত শ্যারন টেটের ভূমিকায় এবার অভিনয় করতে যাচ্ছেন লিন্ডসে লোহান। হলিউডের খ্যাতিমান আলোকচিত্রী টাইলর শিল্ডস ষাটের দশকের মার্কিন অভিনেত্রী ও রোমান পোলানস্কির স্ত্রী শ্যারন টেটের হত্যাকান্ড নিয়ে ‘আইজ অফ এ ড্রিমার’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন।
‘আইজ অফ এ ড্রিমার’ ছবিটির চিত্রনাট্য কুখ্যাত মার্কিন অপরাধী চার্লস ম্যানসনের হাতে শ্যারন টেটের হত্যাকান্ডের সত্যঘটনা নিয়ে রচিত হয়েছে। ১৯৬৮ সালে রোমান পালানস্কির সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী শ্যারন টেটের। চার্লস ম্যানসন যখন টেটকে হত্যা করে তখন তিনি ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। চার্লস ম্যানসন ও তার অনুসারীরা এরকম আরো অনেক হত্যাকান্ড ঘটিয়েছিল।
ছবিতে টেটের খুনী চার্লস ম্যানসনের চরিত্রে আভিনয় করবেন পরিচালক টাইলার শিল্ডস নিজেই। লিন্ডসে লোহানকে শ্যারনের ভূমিকায় কাস্ট করা নিয়ে ছবির প্রযোজক ব্র্যাড ওয়াইম্যানের খানিকটা দ্বিধা ছিল। লিন্ডসে লোহানের খামখেয়ালি স্বভাবই ছিল প্রযোজকের এই দ্বিধার কারণ। তবে পরিচালক তাকে আশ্বস্থ করায় শেষপর্যন্ত ব্র্যাড ওয়াইম্যন দ্বিমত করেন নি। ব্র্যাড এর আগে অস্কার জয়ী ‘মনস্টার’ ছবিটি প্রযোজনা করেছিলেন।
বাংলাদেশ সময ১৬৪০, এপ্রিল ১৮, ২০১১