ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অক্সফোর্ডে প্রথম বাংলাদেশের নাটক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

ইংল্যান্ডের পেশাদার নাটকের দল  ‘থিয়েটার ফোকস্’। অক্সফোর্ডের মেইনস্টিম থিয়েটারের এই নাটকের দলটি মঞ্চে আনছে তাদের নতুন প্রযোজনা  ‘টেল অফ টু ফ্রেন্ডস’।

নাটকটি রচনা করেছেন বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা, নিদের্শনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এই প্রথম ইংল্যান্ডে অক্সফোর্ড শহরে বাংলাদেশী কোন নাট্যকার ও নির্দেশকের নাটক মঞ্চস্থ হচ্ছে।

‘টেল অব টু ফ্রেন্ডস’ নাটকের গল্পে দেখা যায়, আমির ও সালমান ক্রিকেট প্রেমী দুই বন্ধু। তারা ভারতে একটি বৃত্তি পায় ক্রিকেটে বিশেষ প্রশিক্ষণের জন্য। আমিরের পরিবার তাকে প্রশিক্ষণে যেতে উৎসাহ দিলেও সালমানের পরিবার ক্রিকেটের উপর লেখাপড়ার জন্য তাকে ভারত যেতে দেয় না। সালমান হতাশা থেকে যোগ দেয় আর্ন্তজাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

মাসুম রেজা রচিত এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী ও চুপকথা প্রিয়ভাষিনী। এপ্রিল মাসের ৩০ তারিখে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে অক্সফোর্ডের  পেগাসাস থিয়েটার হলে। পরদিন ১ মে একই হলে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে । তারপর নাটকটি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বছরব্যাপী মঞ্চস্থ হবে। নাটকটি প্রযোজনায় সহযোগিতা করেছে অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এসোসিয়েশন, আর্থিক সহযোগিতা করেছে টেম্সভ্যালী পুলিশ ও অক্সফোর্ড সিটি কাউন্সিল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উমা প্রধান, আন্দ্রেয়া ক্যানালেস, সামিনা লুৎফা, সেলিনা শেলী, মোহাম্মদ আলী হায়দার, হালিমা আনজুম নায়োমী খান, কামরুজ্জামান, উজাল ভবা, জেসী রোদোশী, কাউসারুজামান ও সাউদুজ্জামান। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন জর্জ ফিলিপ।    সুর ও সংগীত পরিকল্পনায় রয়েছেন সুমেল চৌধুরী।

বাংলাদেশ সময় ১৬৫০, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।