ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছেন সুপারম্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

ওয়াশিংটন: বিখ্যাত কমিক চরিত্র সুপারম্যান তার মার্কিন নাগরিকত্ব ত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। নতুন একটি গল্পে সুপারম্যান তার এই পরিকল্পনার কথা জানান।



নতুন ওই গল্পে সুপারম্যানকে ইরানের রাজধানী তেহরানে উড়ে যেতে দেখা গেছে। সেখানে তিনি অহিংস বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেবেন। গল্পে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নীতির পক্ষে নির্মিত আমার সব কর্মকা- নিয়ে আমি অত্যন্ত ক্লান্ত। ’ সুপারম্যান সত্য, ন্যায় ও আমেরিকান পন্থার পক্ষে দীর্ঘ সময় ধরে পরিচালিত হয়ে আসছে।

সুপারম্যান বলেন, তিনি সমগ্র বিশ্বের জন্য কাজ করবেন। কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়।

ধারাবাহিক অ্যাকশন কমিকসের রচয়িতা তার ‘দ্য ইনসিডেন্ট’ ছোটগল্পে এমন কথা লিখেছেন। ধারাবাহিকটির শিল্পনির্দেশনা দিয়েছেন মিগুয়েল সেপুলভেদা।

যদিও তিনি এ নিয়ে তার কেবল পরিকল্পনার কথা বলেছেন। এখনো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়েননি। তবে তার এ কথাতেও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সুপারম্যানের জন্ম (উৎপত্তি) কল্পিত গ্রহ ক্রিপ্টনে। ১৯৩৮ সালে এই সুপারহিরোকে গল্প শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।