ঢাকা: দেশে প্রথমবারের মতো পুঁজিবাজারের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। নাটকের নাম ‘শেয়ারবাজার ডট কম’।
সোমবার এ নাটকের শুটিং শুরু হচ্ছে। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আলীমের শুটিং হাউস ও মতিঝিলের কয়েকটি ব্রোকারেজ হাউসে এই নাটকের চিত্রগ্রহণ করা হবে।
এতে মোট ৩৫ জন অভিনেতা ও অভিনেত্রী কাজ করছেন।
মিম মিডিয়া এক্সপ্রেশনের ব্যানারে নাটকটি পরিচালনা করছেন নয়ন মিল্টন।
নাটকের পরিচালক নয়ন মিল্টন বাংলানিউজকে বলেন, নাটকটিতে শেয়ারবাজারের নিত্য নৈমিত্তিক ঘটনাচিত্রের বাস্তব প্রতিচ্ছবিগুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন অপূর্ব, হিল্লোল, দীপা খন্দকার, জেনী, তিনু করিম, নয়ন বাবুই, হুমায়রা হিমু, শামীম হাসান, সামান্থা, ইয়াসমিন রাব্বি পপি, আমিনুল ইসলাম আকাশ, রুহান, রাজু আহমেদ, মিন্টু, শশি, সোয়েব, নাহিদ, শাওন, নাসরিন, সালাউদ্দিন, রাজা, শাহানারা ইসলাম চম্পা, আদিত্য, জিসান ও আরো অনেকে।
নাটকের একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করবেন মীর সাব্বির।
উল্লেখ্য, নাটকটিতে শেয়ারবাজার নিয়ে কাজ করে এমন একদল সাংবাদিকও অভিনয় করছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ০৮ মে, ২০১১