তরুণ চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন প্রথম ছবি ‘মেহেরজান’ নির্মাণের মাধ্যমে আলোচনায় উঠে আসেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।
রুবাইয়াত হোসেন তার দ্বিতীয় ছবি ‘একটি বাঙালি গৃহবধুর আত্মকাহিনী’-এর নাম ভূমিকায় অভিনয়ের জন্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে চুড়ান্ত করেছেন বলে জানা গেছে। কাজল ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন ভারতের তিন অভিনয়শিল্পী ভিক্টর ব্যানার্জি, দীপ্তি নাভাল ও রাহুল বোস। তারা ‘একটি বাঙালি গৃহবধুর আত্মকাহিনী’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটিতে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী হিসেবে থাকছেন বেশ কজন। তবে কাউকে এখনো চুড়ান্ত করা হয় নি।
‘একটি বাঙালি গৃহবধুর আত্মকাহিনী’ ছবিটির চিত্রনাট্য রচনার কাজ এরই শেষ করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন রুবাইয়াত হোসেন । আগামী নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা আছে বলে তিনি জানান। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে ছবিটির চিত্রায়ন করা হবে। বাংলাদেশের ইরা মোশন পিকচার্স ও যুক্তরাষ্ট্রের মেরা পিকচার্স প্রযোজিত এই ছবি পরিবেশনায় থাকছে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের এবিসিএল করপোরেশন।
বাংলাদেশ সময় ১৯১০, মে ০৯, ২০১১