ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কাজল এবার বাংলাদেশের চলচ্চিত্রে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ৯, ২০১১

তরুণ চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন প্রথম ছবি ‘মেহেরজান’ নির্মাণের মাধ্যমে আলোচনায় উঠে আসেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।

এই নির্মাতা এবার তার দ্বিতীয় ছবিতে বলিউড তারকা কাজলকে কাস্ট করে আরেকবার সবাইকে চমকে দিলেন।  

রুবাইয়াত হোসেন তার দ্বিতীয় ছবি ‘একটি বাঙালি গৃহবধুর আত্মকাহিনী’-এর নাম ভূমিকায় অভিনয়ের জন্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে চুড়ান্ত করেছেন বলে জানা গেছে।  কাজল ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন ভারতের তিন অভিনয়শিল্পী ভিক্টর ব্যানার্জি, দীপ্তি নাভাল ও রাহুল বোস। তারা ‘একটি বাঙালি গৃহবধুর আত্মকাহিনী’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটিতে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী হিসেবে থাকছেন বেশ কজন। তবে কাউকে এখনো চুড়ান্ত করা হয় নি।

‘একটি বাঙালি গৃহবধুর আত্মকাহিনী’ ছবিটির চিত্রনাট্য রচনার কাজ এরই শেষ করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন রুবাইয়াত হোসেন । আগামী নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা আছে বলে তিনি জানান। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে ছবিটির চিত্রায়ন করা হবে। বাংলাদেশের ইরা মোশন পিকচার্স ও যুক্তরাষ্ট্রের মেরা পিকচার্স প্রযোজিত এই ছবি পরিবেশনায় থাকছে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের এবিসিএল করপোরেশন।

বাংলাদেশ সময়  ১৯১০, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।