ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখী টেলিভিশনের তিনটি নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ৯, ২০১১

বৈশাখী টেলিভিশনে চলতি মে মাসে তিনটি নতুন ধারাবাহিক নাটক প্রচার শুরু হচ্ছে। গত ৯ মে থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে  প্রচারিত হচ্ছে ‘বাটপার’।

আগামী ১১ মে থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টা ১০ মিনিটে প্রচার হবে ‘ও চাঁদ’। ১৩ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮ টা ১০ মিনেটে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘থার্টি ফার্স্ট মে’।

বাটপার

সমাজের কিছু মানুষের নানারুপ ছল-চাতুরি, বাটপারি সহজ সরল মানুষের নানারকম অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। যদিও শেষ পর্যন্ত তাদের প্রতারণার মুখোষ খুলে যায়। জয় হয় সত্যের। সমাজের এরকম অসংগতি নিয়েও বৈশাখী টেলিভিশনের নতুন ধারাবাহিক নাটক বাটপার।

মোস্তফা সরোয়ারের গল্প অবলম্বনে বাটপার ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন। পরিচালনায় রয়েছেন গোলাম হাবিব লিটু। অভিনয় করেছেনফজলুর রহমান বাবু, আখম হাসান, প্রান রায়, বন্যা মির্জা, সোহেল খান, চিত্রলেখা গুহ প্রমুখ। নাটকটি বৈশাখী টেলিভিশনে  ৯ মে থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে  প্রচারিত হচ্ছে।

ও চাঁদ

আশরাফ জায়গীরদারের ভোর রাতে একটা দু:স্বপ্ন দেখেন । তিনি স্বপ্ন দেখেন, তার বাড়ির দীর্ঘ পঁয়ত্রিশ বছরের ভৃত্য কাদেরের সন্তানের হাতেই তাদের পরিবার ও ব্যবসা ক্ষতিগ্রস্থ হবে। কাদের বাড়ি থেকে চলে যেতে চায়, প্রতিজ্ঞা করে সে বিয়ে করবে না সন্তান না হওয়ার জন্য। জায়গীরদার সাহেব তাকে বিদায় দেবার আগে ঢাকার অদুরে একটি জমি দান করেন। কাদের মায়ের অনুরোধে একজন বেশী বয়সী বন্ধ্যা মহিলাকে বিয়ে করলেন। তারপরেও ভাগ্যের পরিহাসে তার একটি পুত্র সন্তান হয় বাদশা। সংসারের প্রয়োজনে কাদের ব্যবসা শুরু করেন এবং তার ছেলের সহযোগিতায় ধীরে ধীরে প্রচুর সম্পত্তির মালিক হন। ঘটনা শুরু হয় আরো পঁচিশ বছর পর যখন বাদশার দ্বারা জায়গীরদার সাহেবের ছেলেদের ব্যবসা ও তাদের এক বউ মায়ার ওপর তার নজর পড়ে। একের পর এক ষড়যন্ত্রে মেতে ওঠে বাদশা।

এভাবেই এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘ও চাঁদ’-এর গল্প। মাতিয়া বানু শুকু’র রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, কল্যাণ কোরাইয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল, পিযুষ বন্দোপাধ্যায়, জয়রাজ, ডলি জহুর, শর্মিলী আহমেদ, মাজনুন মিজান প্রমুখ। নতুন এই ধারাবাহিকটি প্রচারিত হবে আগামী ১১ মে থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টা ১০ মিনিটে।

থার্টি ফার্স্ট মে

মানসিক প্রতিবন্ধী সতের বছরের টুম্পা (নোভা ফিরোজ) বাবার সঙ্গে ঘুরতে যায় থাইল্যান্ডে। আততায়ীর গুলিতে মারা যায় বাবা(মাহমুদুল ইসলাম মিঠু)। অসহায় টুম্পার দিকে সাহায্যের হাত বাড়ায় মাজহার (মোশাররফ করিম)। অপরদিকে ঐশী (নওশীন) ও সোহেল (হিল্লোল) নব দম্পতি ঘুরতে আসে থাইল্যান্ডে। চাঁদনী  জানায়, কিছু লোক তাকে চাকুরির প্রলোভনে থাইল্যান্ডে এনে নাইটক্লাবে বিক্রি করতে চায়। তাকেও মাজহার আশ্রয় দেয়। হঠাৎ ঐশীর সামনে এসে দাঁড়ায় পুরনো প্রেমিক রাতুল। সোহেল সবকিছু জেনে ঐশীকে ফিরিয়ে দিতে চায় রাতুলের কাছে। রাতুল রাজী হয় না কারন সে থাইল্যান্ডে একটি আন্ডার ওয়ার্ল্ড গ্যাং এর সঙ্গে জড়িয়ে গেছে।

এভাবেই এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘থার্টি ফার্স্ট মে‘ ধারাবাহিকটির গল্প। সামিন ইয়াসির রচিত ও রায়হান খান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, হিল্লোল, চাঁদনী, বিন্দু, নোভা, মাজনুন মিজান, নওশীন, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। এই নতুন ধারাবাহিক নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে আগামী ১৩ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮ টা ১০ মিনেটে।

বাংলাদেশ সময় ২০৫০, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।