‘অটোগ্রাফ’ ও ‘মনের মানুষ’ ছবি দুটোর সাফল্যে ভারত জুড়ে প্রসেনজিৎকে আলোচনায় নিয়ে এসেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় প্রসেনজিৎ আরেকবার বলিউডে নিজেকে পরখ করতে চলেছেন।
কলকাতার ছবির একচেটিয়া নায়ক প্রসেনজিৎ বলিউডের ছবি ডেভিড ধাওয়ানের ‘আঁধিয়াা ও মেহুল কুমারের ‘মিত মেরে মন কে’-তে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। দুটো ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর তিনি আর বলিউডমুখী হন নি। ২০ বছরর পর প্রসেনজিৎ অভিনয় করতে চলেছেন বলিউডের খ্যাতিমান পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে। ‘খোসলা কি ঘোসলা’, ‘ওয়ে লাকি’ এবং ‘লাভ -সেক্স-আউর ধোঁকা’ ছবির পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় ‘মনের মানুষ’ আর ‘অটোগ্রাফ’ ছবি দুটো দেখেই প্রসেনজিৎকে তার নতুন ছবির নায়ক হিসেবে নির্বাচন করেছেন।
প্রসেনজিৎ অবশ্য বলছেন, তিনি বাংলা ছবিতেই কাজ করে সুখী। হিন্দি ছবির প্রতি তার খুব একটা আগ্রহ নেই। পরিচালকের অনুরোধ রক্ষা করতেই কাজটি করার সম্মতি জানিয়েছেন। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় এখনো ছবিটির নাম চুড়ান্ত করেন নি। প্রসেনজিতের বিপরীতে তিনি কারিনা, বিদ্যা বালান আর কঙ্গনার কথা ভাবছেন। কাউকেই এখনও
চুড়ান্ত করা হয় নি।
বাংলাদেশ সময় ১৮১০, মে ১০, ২০১১