রওনক হাসান নাট্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। টিভিনাটকে অভিনয় করবেন এমন পরিকল্পনা ছিল না।
‘কাগজের ফুল’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করলেও রওনক হাসান আলোচিত হন আরো অনেক পরে। ২০০৫ সালে আব্দুল্লাহ রানার নির্দেশনায় ‘ঘোড় সওয়ারের স্বপ্ন’ টেলিফিল্মে আলী যাকেরের সঙ্গে সমান্তরাল চরিত্রে অভিনয় করে দৃষ্টি আকর্ষণ করেন দর্শক ও নির্মাতাদের। শখের অভিনেতা রওনক হাসান ডাক পান একের পর এক নতুন নাটকে । হয়ে উঠেন নির্মাতাদের নির্ভরযোগ্য অভিনেতা। অভিনয়টাকেই রওনক প্রধান পেশা হিসেবে বেছে নেন।
রওনক হাসান অভিনয়ে কতোটা ব্যস্ত হয়ে উঠেছেন তার প্রমান পাওয়া যায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন কাজে। একসঙ্গে পনেরোটি নাটকে কাজ করছেন তিনি, যার মধ্যে বারোটি ধারাবাহিক নাটক। এসব নাটকের মধ্যে কয়েকটি প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে আর কিছু রয়েছে প্রচারের অপেক্ষায়। রওনক অভিনীত বিভিন্ন নাটকের মধ্যে রয়েছে ইদ্রিস হায়দারের ‘আমাদের সংসার’, মিজানুর রহমান লাবুর ‘বিয়ে হবে’, জাহিদ বিপ্লবের ‘কালো ধোঁয়া’, মাহফুজ আহমেদের ‘চৈতা পাগল’, আলভী আহমেদের ‘পুতুল নাচের ইতিকথা’, দীপংকর দীপনের ‘কলেজ রোড’, রিপন নবীর ‘অচেনা মানুষ’, এজাজ মুন্নার ‘নেক্সট জেনারেশন’, মোহন খানের ‘নীল জোছনায় কালো সাপ’, সুমন আনোয়ারের ‘ঈশ্বরের বাম হাত’, এস এ হক অলিকের ‘লেডিস ফার্স্ট’, আশরাফুল আলম রিপনের ‘বন্ধুতা’ প্রভৃতি। এছাড়াও তিনি শেষ করলেন মেহেদী মুরাদের ‘গোলাপ মিউজিয়াম’, সোহাগের ‘অবশেষে অডিশন’, কৌশিক শংকর দাসের ‘অপলার সামনে দাঁড়িয়ে’-এ প্রভৃতি নাটকের কাজ।
একসঙ্গে এতোগুলো নাটকে কাজ করা সম্পর্কে রওনক হাসান বলেন, সবসময়ই আমি নিয়ম মেনে কাজ করার চেষ্টা করি। শিডিউল আমি এমনভাবে দেই যাতে কোন পরিচালকই যেন ক্ষতিগ্রস্থ না হন। যে কারণে একসাথে অনেক নাটকে কাজ করলেও শিডিউল জটিলতায় আমাকে কখনোই পড়তে হয়নি।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে দেশ টিভিতে ফয়সাল রাজীবের নির্দেশনায় ‘নন্দিনী আমিই তোমার রঞ্জন’ নাটকে সীমান্ত চরিত্রে এবং এটিএন বাংলায় আবুল হায়াতের নির্দেশনায় নির্মিত ‘রতন’ নাটকে পোস্টমাষ্টার চরিত্রে রওনক হাসানের অভিনয় দর্শকের কাছে সমাদৃত হয়েছে।
টিভি নাটকে অভিনয়ে নিয়মিত হলেও রওনক অন্য অনেক ব্যস্ত অভিনয়শিল্পীর মতো মঞ্চ থেকে দূরে সরে যান নি। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে তিনি নিয়মিত মঞ্চ নাটকেও কাজ করে যাচ্ছেন। পাশাপাশি চলচ্চিত্রের তার অভিষেক হয়েছে। আবীর শেষ্ঠ পরিচালিত ‘ফেরারী ফানুস’ ছবিতে তিনি অভিনয় করছেন। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন লাক্স তারকা অর্ষা।
বাংলাদেশ সময় ১৭২০, মে ১১, ২০১১