নন্দিত অভিনেত্রী সূবর্ণা মোস্তাফার নাটক পরিচালনায় হাতেখড়ি হয়েছে আগেই। একঘন্টার নাটক নির্মাণের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম তিনি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন।
ধারাবাহিক নাটকের পরিচালনায় আসা প্রসঙ্গে সূবর্ণা মোস্তাফা বলেন, অনেকদিন ধরেই আমার পরিচালনায় আসার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছে থেকেই গত বছর দেশ টিভিতে প্রচার হওয়া একটি নাটকের নির্দেশনাও দিয়ে দেই। এবার আসলে সৌদের উৎসাহে আমি ধারাবাহিক নাটকের মতো বড় কাজে হাত দিতে সাহস পেয়েছি। এ ব্যাপারে ইউনিটের সবাই অবশ্য আমাকে অনেক সহযোগিতা করেছেন।
ধারাবাহিক নাটক ‘কমলবিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা’ সম্পর্কে সূবর্ণা মোস্তাফা বলেন, এটি মূলত কমেডি ধাঁচের একটি নাটক। পরিচালনার পাশাপাশি এতে আমি অভিনয়ও করেছি। আমার চরিত্রটির নাম কমল বিবি। নাটকে দেখা যাবে, আমি খুবই অতিথিবৎসল মহিলা। আমি চাই বাড়িটিকে অতিথিশালা বানাতে। কিন্তু বাঁধা হয়ে দাড়ান আমার স্বামী। তিনি নিয়মিত কাব্যচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। বাড়িটি অতিথিশালা করা হচ্ছে শুনে তিনি মরিয়া হয়ে উঠেন, যাতে আমার স্বপ্ন যাতে সফল না হয়। কারণ বাড়ি অতিথিশালা হলে তার কাব্যচর্চায় ব্যাঘাত ঘটবে বলে তার ধারণা। এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। বাকিটা দর্শক পর্দায় দেখতে পাবেন। নাটকটিতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম।
সূবর্ণা মোস্তাফা অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক ও ডেইলী সোপ প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। যার মধ্যে এনটিভিতে মুরাদ পারভেজের পরিচালনায় ধারাবাহিক ‘মানবজমিন’, একই টিভি চ্যানেলে অরুণ চৌধুরীর পরিচালনায় ধারাবাহিক ‘ রুমালী’, এটিএন বাংলায় ধারাবাহিক ‘উপসংহার’, দেশ টিভিতে বদরুল আনাম সৌদের পরিচালনায় ডেইলি সোপ ‘গহীনে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
বাংলাদেশ সময় ১৯৪৫, মে ১২, ২০১১