নারী নির্যাতনের খন্ডচিত্র নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘কিশোরী উপাখ্যান’। শাহ্ জামান চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ প্রামাণ্য চলচ্চিত্রটিতে উত্ত্যক্তকরণের ফাঁদে পড়ে কিশোরীর মানসিক অবস্থা এবং এর বিরুদ্ধে তার অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে।
‘কিশোরী উপাখ্যান’ প্রামাণ্য চিত্রটির নির্মাতা শাহ্ জামাল চৌধুরী বলেন, পৃথিবীর সূচনালগ্ন থেকেই নারী অবহেলিত এবং নিগৃহীত। যদিও বর্তমান সমাজ নারীদের অধিকার বিষয়ে সোচ্চার তবুও কোথায় যেন পুরুষতান্ত্রিক সম্প্রদায়ের ক্ষীণ মূল্যবোধসম্পন্ন দৃষ্টি নারীদের অদৃশ্য এক শিকলে বন্ধী করে রাখছে। নারীসত্বার প্রতি অসম্মানের আরেকটি মাধ্যম হল উত্ত্যক্তকরণ কিংবা যৌন হয়রানি। ধর্ষন কিংবা এসিড নিক্ষেপের মত বিভৎসতার প্রথম ধাপ হল উত্ত্যক্তকরণ। এই উত্ত্যক্তকরণের হাত থেকে নারীসত্বা সংরক্ষণ এবং সমাজকে এই বিষয়ে আরো চিন্তাশীল করার লক্ষ্যেই এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।
প্রামাণ্য চলচ্চিত্র ‘কিশোরী উপাখ্যান’ প্রযোজনায় রয়েছে অ্যাপসল ফ্রেমস।
বাংলাদেশ সময় ১৯৪০, মে ১৪, ২০১১